মাহমুদ শাওন

মাহমুদ শাওন

তরুণ কবি ও গীতিকার মাহমুদ শাওনের জন্ম লক্ষ্মীপুর জেলায় রামনগর গ্রামে। গান লেখার মাধ্যমে মাহমুদ শাওনের লেখালিখির হাতেখড়ি। কলমের বিষাদ মাঝে মাঝে কবিকে একা করে দেয়। স্থানচ্যুত করে যাপিত জীবনের রেললাইন থেকে। গান লেখার কয়েক বছর পরে আসেন কবিতায়।  রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন এই কবি। প্যাশন ও প্রফেশনকে একত্র করে কর্মজীবনে কাজ করছেন কপিরাইটার, স্ক্রিপ্ট রাইটার এবং পেশাদার গীতিকার হিসেবে।

মাহমুদ শাওন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon